নগরীর কোতোয়ালী থানা মোড় এলাকা থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় নজরুল ইসলাম নজু নামের এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। নজু বর্তমানে পলাতক রয়েছেন। তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার চন্দপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।
গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, চারজনের সাক্ষ্য শেষে বিচারক এ রায় দিয়েছেন।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৬ ডিসেম্বর ৬০ লিটার চোলাই মদসহ নজরুল ইসলাম নজুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন এসআই মিজানুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেন। পরবর্তীতে ২০০৯ সালের ২০ জানুয়ারি নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।










