মাথায় ৭৩৫ ডিম নিয়ে বিশ্বরেকর্ড

| শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বাজার থেকে প্যাকেটে করে ডিম আনতে গিয়ে কতবারই না ডিম ফেটে একাকার হয়ে গেছে। একটু অসাবধান হলেই আর রক্ষে নেই। প্যাকেটে থাকার সময় একটা ডিমের সঙ্গে আরেকটা ডিমের ঠোকাঠুকিতেও ভেঙে যায়। খবর বাংলানিউজের। এখানে আমরা দুটো বা খুব বেশি হলে এক ডজন ডিমের কথা বলছি। ওই সংখ্যক ডিমই যদি মাথায় ‘ব্যালেন্স’ করতে বলা হয়, তাহলে অনেকেই তা পারবেন না? যারা পারবেন, সেই সংখ্যাটাও খুবই কম। এমনই কঠিন এক কাজ অনায়াসে করে দেখিয়েছেন গ্রেগরি দ্য সিলভা। তিনি অবশ্য দুটো বা এক ডজন নয়, বরং ‘ব্যালেন্স’ করেন ৭৩৫টি ডিম। হ্যাঁ, কোনও টাইপো নেই। একবারে ৭৩৫টি ডিম ‘ব্যালেন্স’ করে বিশ্বরেকর্ড গড়েছেন গ্রেগরি। তার সেই বিশ্বরেকর্ড গগার মুহূর্তটি সমপ্রতি ভাইরাল হয়েছে।গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে হলে নিঃসন্দেহে অনেক প্রতিভাবান হতে হয়। তাছাড়া অভিনব সব কার্তুতের রেকর্ড করা হয় গিনিস বুকে। সে ধরনেই একটি অভাবনীয় কাজ করে দেখালেন গ্রেগরি। মাথায় একটি হ্যাটে ৭৩৫টি ডিম ‘ব্যালেন্স’ করে দেখান গ্রেগরি। চীনের সিসিটিভির জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের বিশেষ অনুষ্ঠানে এই কাজ করে দেখান।

পূর্ববর্তী নিবন্ধতাইওয়ানে আবাসিক ভবনে আগুন, নিহত ৪৬
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ায় অনাহারের ঝুঁকিতে শিশু ও বয়স্করা