মাথা গোঁজার ঠাঁই চোখের পলকেই হল ছাই

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ভাড়া ঘরে থাকার পর ঋণ নিয়ে জায়গা কিনে দুই রুমের টিনের ঘর করেছিলেন দিনমজুর মোহাম্মদ কালাম (২৪)। সেই ঘরে গত চার মাস ধরে ধীরে ধীরে আসবাব, ব্যবহারের সামগ্রী কিনে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে সুখের নীড় রচনা করছিলেন তিনি। কিন্তু তার সব স্বপ্ন মুহূর্তে শেষ হয়ে গেল। গত রোববার রাত সোয়া ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু কালামের চোখের পলকেই ছাই হয়ে গেছে।

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড প্রজেক্ট গেট এলাকার বাসিন্দা মোহাম্মদ কালাম। ঘটনার পর রাত ১১টার দিকে কথা হয় তার সাথে। তখন স্ত্রীসন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে অসহায় বসে ছিলেন কালাম। তিনি জানান, কাজ শেষে ঘরে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সবাই। হঠাৎ ঘরের একপাশ থেকে আগুন লেগে মুহূর্তে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্ত্রীসন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন। কিছু বুঝে উঠার আগেই মাত্র ১৫ মিনিটের মধ্যেই সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই বের করা যায়নি। অন্তত ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ঘর করার সময় বিভিন্ন এনজিও সংস্থা থেকে নেওয়া ঋণের দেড় লাখ টাকা এখনও শোধ হয়নি। তার আগেই পুড়ে ছাই হল ঘর।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আগুন লাগার খবরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রাসহ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আলাদা ঘর হওয়ায় অন্য ঘরগুলোতে আগুন ছড়াতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধটানা চতুর্থ জয় ব্রাদার্সের
পরবর্তী নিবন্ধলায়নদের দায়িত্ব পালনে বিনয়ী ও শ্রদ্ধাশীল হতে হবে