দেখলে তোর ওই হাসিমাখা মুখ
মনের ভেতর নেচে ওঠে
এক পৃথিবী সুখ।
সইতে পারি, ভুলতে পারি
হাজার হাজার দুখ,
দেখলে পরে তোর
ওই সোনারবরণ মুখ।
সব পাখিরা গেয়ে ওঠে,
বনে বনে ফুল ফোটে
শিমুল পলাশ হয় যে রাঙা
তিতলী সুখে মেলে ডানা
ফাগুন সাজায় বরণ ডালা
হাজার তারা গাঁথে মালা
হাসিস যখন তুই।
তোর হাসিতেই সুখে যেন
বিশ্ব থাকে নুই।