প্রভাত ফেরী মানে অন্তরের অন্ত:স্থল থেকে আমাদের মুখের ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের গভীর ভালোবাসায় স্মরণ করা। খালি পায়ে লাইন ধরে শহীদ মিনারে যাওয়া। বেশ ভালোই লাগে। কিন্তু ২১ শে ফেব্রুয়ারিতে একটা বড় ফুলের স্তবক দিয়ে ছবি দু’ একটা তুললেই কি ভাষার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশ করা হয়ে গেল! ভালোবাসা তো অন্তরে গাঁথতে হবে। শ্রদ্ধা প্রকাশ করা হোক প্রতিদিন “মা” কে মধুর সুরে “মা” ডেকে “মাম্মী” ডেকে নয়। মাম্মীতে স্মার্টনেস বাড়েনা বৈকি অপসংস্কৃতির প্রকাশে নিজেকে হেয় আনস্মার্ট প্রকাশ করা হয়। বিশ্বে নিজের দেশকে তুলে ধরতে গেলে অন্য ভাষা শিখতে হবে স্বাভাবিক। কিন্তু যেখানে সারা বিশ্বে আমাদের রক্ত দিয়ে কেনা বাংলা ভাষা আন্তর্জাতিক ভাষার মর্যাদা পায়, যেখানে এই দেশে প্রধান ভাষা হওয়া সত্ত্বেও ” মা” কে মা না বলে মাম্মী বলা কার কাছে নিজেকে স্মার্ট প্রমাণ করা? ইংরেজি শিখুন, হিন্দি শিখুন আরো আরো ভাষা শিখুন কিন্তু মাতৃভাষাকে সবার উপরে রাখুন, বুকের গভীরে ধারণ করুন।