সন্দীপনার আয়োজনে মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী কর্মসূচির ৬ষ্ঠ দিনের অনুষ্ঠান ‘বায়ান্ন একাত্তরের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য নবপ্রজন্মের ভূমিকা নিশ্চিত করতে হবে’ শীর্ষক সেমিনার ১৮ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় আগ্রাবাদ নিপ্পন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন–অধ্যাপক হাবিবুর রহমান হাবিব।
অতিথি ছিলেন–সাবেক অনারারি কনসাল জেনারেল অব জাপান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল ইসলাম, আগ্রাবাদ জাতিতত্ত্ব যাদু ঘরের পরিচালক ড. আতাউর রহমান, মাসুম আকতার, তরনী কুমার সেন, রাখাল চন্দ্র ঘোষ, গোলাম নবী, প্রকৌশলী চাঁই মারমা, সিংপার্ট মুরং প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাবের হোসেন ও কে, কে, বাবুল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাখেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক ভাস্কর ডি.কে দাশ মামুন। সেমিনার উদ্বোধন জসিম উদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।