শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, চট্টগ্রামে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় চট্টগ্রাম চেস একাডেমি বনাম ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চেস ক্লাব এর মধ্যে প্রীতি চেস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম চেস একাডেমি জয়লাভ করে। অনুষ্ঠানে রোটারিয়ান ও দাবাড়ু শাইলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল, রাকিবুল ইসলাম সাচ্চু, পরিচালক মোহাম্মদ নুরুল আমিন,তৌহিদুল করিম, সুফিয়ান আশরাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের প্রিন্সিপাল ক্যাপ্টেন আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন অধিদপ্তর,ঢাকা এর কেমিস্ট ফাওজিয়া রহমান।