মাতৃ ও শিশু স্বাস্থ্যে অবদান আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাচ্ছেন ডা. শরীফ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১১:১০ পূর্বাহ্ণ

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া এবং মাতৃ ও শিশু স্বাস্থ্যে বিশেষ অবদান স্বরুপ আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পাচ্ছেন পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (মাতৃ ও শিশু স্বাস্থ্য) ডা. মোহাম্মদ শরীফ। আন্তর্জাতিক সংস্থা ‘দ্যা এশিয়া পেসিফিক একশন অ্যালায়েন্স অন হিউম্যান রিসোর্সেস ফর হেলথ’ তাকে এ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। মেডিকেল ডক্টর ক্যাটাগরিতে আন্তর্জাতিক এ অ্যাওয়ার্ড পাচ্ছেন ডা. মোহাম্মদ শরীফ। পরিবার-পরিকল্পনা অধিদপ্তরে দায়িত্ব পেয়ে তিনি প্রান্তিক পর্যায়ে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উপর গুরুত্ব দেন। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে ঘরের পরিবর্তে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ডেলিভারি (প্রসব) সেবা বাড়ানোর লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করেন। এ কাজে স্থানীয় জনপ্রতিনিধিদেরও সম্পৃক্ত করেন তিনি। সমপ্রতি প্রান্তিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা বৃদ্ধির কারণে মাতৃ ও শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্য হারে কমেছে বাংলাদেশে। এক্ষেত্রে ডা. মোহাম্মদ শরীফের গৃহীত বিভিন্ন উদ্যোগের অবদান স্বরুপ আন্তর্জাতিক পর্যায়ে এ সম্মান পাচ্ছেন তিনি। আজ বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এ অ্যাওয়ার্ড হস্তান্তর করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ অ্যাওয়ার্ড হস্তান্তর করবেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ভূমিহীনদের গৃহ নির্মাণ পরিদর্শনে জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধজুয়েলারি সেক্টরে ভ্যাট ট্যাক্স মওকুফসহ প্রণোদনার দাবি