মাতারবাড়ীতে নির্মাণ কাজের উদ্বোধনে গিয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি | সোমবার , ৮ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৩ পূর্বাহ্ণ

মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম. আবু হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রবিবার দুপুর দেড়টায় ইউনিয়নের তিতামাঝির পাড়া এলাকায় প্রধান সড়কের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে গেলে পুলিশ তাকে আটক করে।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান এস.এম. আবু হায়দার প্রধান সড়কের নির্মাণ কাজ উদ্বোধন করতে আসেন। এসময় হঠাৎ পুলিশ এসে তাকে আটক করে গাড়িতে করে থানায় নিয়ে যায়। জানা যায়, এস.এম. আবু হায়দার দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনি কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার পলাতক আসামি হিসেবে মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আবু হায়দারকে বেলা ২টার দিকে মাতারবাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি মাতারবাড়ির আলোচিত বিস্ফোরক দ্রব্য মামলা, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের হওয়া ১৫৩ জনের বিরুদ্ধে মামলার এজাহারনামীয় আসামি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল
পরবর্তী নিবন্ধএশিয়া কাপ মিশনে আরব আমিরাত গেল বাংলাদেশ দল