বহুল প্রত্যাশার মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো নির্মাণের লক্ষ্যে হুকুম দখলকৃত ভূমির মূল্য পরিশোধ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ভূমি হুকুম দখলের দুটি পৃথক এল এ মামলায় ৭৫ কোটিরও বেশি টাকার চেক কক্সবাজার জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে ধলঘাটা মৌজার একটি মামলায় ১৫৯.৩৩ একর এবং অপর মামলায় ১২৩.৯০ একর হুকুম দখলকৃত ভূমির মূল্য পরিশোধের নিমিত্তে চেক হস্তান্তর করা হয়েছে। ভূমির মূল্যের পাশাপাশি এসব ভূমিতে থাকা অবকাঠামো, গাছপালা, গভীর নলকূপ এবং আনুষাঙ্গিক খরচ বাবদ দুটি উপযুক্ত এল এ মামলা মূলে যথাক্রমে ৪১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ১১৮ টাকা এবং ৩৩ কোটি ৫৩ লাখ ৬২ হাজার ১৫৭ টাকা অর্থাৎ সর্বমোট ৭৫ কোটি ১১ লাখ ৫৯ হাজার ২৭৫ টাকার চেক প্রদান করা হয়েছে।
মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন প্ল্যানিং) মোহাম্মদ জাফর আলম চেক হস্তান্তরের কথা নিশ্চিত করে বলেন, এর মাধ্যমে মাতারবাড়ী বন্দরের কার্যক্রম আরো এক ধাপ অগ্রসর হলো।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাপান সরকারের ২ হাজার ৬৫৫ মিলিয়ন ইয়েনের ঋণসহায়তায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে। ১৬ মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভেড়ানোর মাধ্যমে এই বন্দর ভবিষ্যৎ বাংলাদেশের শিপিং বাণিজ্যের হাব হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।