মাতারবাড়ির মেগাপ্রকল্প অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে

মহেশখালীতে জনসভায় হানিফ

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২ মার্চ, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্র বন্দর বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে। বৈদেশিক বাণিজ্যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ট্রানজিট সুবিধা নেবে আমাদের এই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর থেকে। আমরা পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি, গভীর সমুদ্র বন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও অর্থনৈতিক এক্সক্লুসিভ জোন গড়ে তোলার মতো মেগাপ্রকল্প বাস্তবায়ন করতে চলেছি। তাই এখন আর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির দেশ বলা যাবে না। এখন আমরা নিজেরা বিশ্বের উন্নয়নশীল দেশ হিসেবে দাঁড়াতে শিখেছি। গতকাল সোমবার বিকাল ৩টায় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল-আলম হানিফ আরো বলেন, দেশে চাহিদার পর্যাপ্ত লবণ উৎপাদনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও একশ্রেণির ব্যবসায়ী বিদেশ থেকে লবণ আমদানি করার কারণে দেশীয় লবণ চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দেশীয় লবণ শিল্পকে টিকিয়ে রাখতে শিল্প মন্ত্রণালয়কে লবণ আমদানি বন্ধ করতে বলব। এসময় তিনি বিএনপিকে দেশের উন্নয়ন ও জনগণের স্বার্থে রাজনীতি করার পরামর্শ দেন।
মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আবু হাইদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ছাত্রনেতা শাহনেওয়াজ শানু, কক্সবাজার সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি কামাল হোসাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদ কামাল, কক্সবাজার মহিলা আসনের এমপি কানিজ ফাতেমা মোস্তাক, চকরিয়া-পেকুয়া আসনের এমপি জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়ার এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, মহেশখালী-কুতুবদিয়ার এমপি আশেক উল্লাহ রফিক, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমুশতাকের মৃত্যুর বিষয়টি হলফনামা আকারে জানানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধইয়াবা ও মদসহ তিনজন গ্রেপ্তার