মাতারবাড়ি হতে পারে আগামীর সিঙ্গাপুর

| শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৪৪ পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, মাতারবাড়ির অবকাঠামো উন্নয়ন করলে ভবিষ্যতে ওই এলাকা হতে পারে বাংলাদেশের সিঙ্গাপুর। খবর বাংলানিউজের। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ডিকাব টকয়ে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, মহেশখালী ও মাতারবাড়ি এলাকার অবকাঠামো উন্নয়ন করলে সেই এলাকা হতে পারে আগামীতে সিঙ্গাপুর। আগামী ২০ বছরে ওই এলাকার উন্নয়ন সম্ভব। তিনি বলেন, ২০১৪ সালে বাংলাদেশ-জাপানের শীর্ষ নেতাদের বৈঠক হয়। সে সময় জাপান বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ (বিগ-বি) উদ্যোগ নেয়। এ উদ্যোগ বাংলাদেশের উন্নয়ন ও অবকাঠামো ঘিরে নেয়া হয়। মাতারবাড়ি এলাকায় গভীর সমুদ্র বন্দরও এ উদ্যোগের অংশ। ডিকাব টকয়ে বক্তব্য দেন ডিকাব সভাপতি আঙ্‌গুর নাহার মন্টি ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় গাউসিয়া কমিটির দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় দুই চোরকে গণপিটুনি