মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ‘স্ক্র্যাপ ইয়ার্ড’ বা ভাগাড়ে আগুনের এ ঘটনা ঘটে।

মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্পের ভেতরে ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

রাত সোয়া ১১টার দিকে তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মহেশখালী থানা এবং মাতারবাড়ি পুলিশ ক্যাম্প থেকে পৃথক দুটি পুলিশ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কাজ করছে।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করেই তারা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন একটি ব্রিজের ওপর থেকে ভেতরের আগুন জ্বলতে দেখেছেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ প্রকল্পের অভ্যন্তরে কিছুদিন ধরে লক্ষ লক্ষ টাকা মূল্যের স্ক্র্যাপ জাতীয় মালামাল অবৈধভাবে চোরাই পথে যাচ্ছিল। এটি ধামাচাপা দিতে ভাগাড়ে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিস এখনও নিশ্চিতভাবে জানাতে পারেনি। মাতারবাড়ির ইউপি সদস্য আলাউদ্দিন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে মাহবুব আলম হত্যা ঘটনায় আটক ৫
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে কমছে ডেঙ্গুর সংক্রমণ