মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।
পরিদর্শন শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের ১ম পেইজের কাজ শেষ হবে।
সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে এসে পৌঁছান নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এই উপদেষ্টা। পরে সকাল ১১টায় মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রশাসনিক সম্মেলন কক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও জনপদ (সওজ) সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় যোগ দেন।
এই আলোচনা সভায় জাইকার প্রতিনিধি মি. স্যাথো ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের ১ম পেইজের কাজ সম্পন্ন হবে বলে আশ্বস্ত করেন।
এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, যথাসময়ে পরিকল্পনা মাফিক ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে। পরে আলোচনা সভায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের উন্নয়ন কাজ ও পরিকল্পনার সচিত্র ভিডিও প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করা হয়।
পরে নৌবাহিনীর বোটে কয়লাবিদ্যুৎ প্রকল্প, এসপিএম প্রকল্প, মাতারবাড়ি চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন শেষ তিনি কক্সবাজারে বিফিং করবেন বলে জানা যায়।