মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক জাহাঙ্গীর ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

| শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:২৪ পূর্বাহ্ণ

মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী নুসরাত জাহানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইব্রাহিম মিয়া গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। খবর বিডিনিউজের।

দুদকের উপপরিচালক (প্রসিকিশন সার্ভিক) আমিনুল ইসলাম জানান, এদিন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান ওই দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের (আরএইচডি পার্ট) পরিচালক জাহাঙ্গীর আলমের আয়কর বিবরণীতে বেতন ভাতা ছাড়া অন্য কোন বৈধ আয়ের উৎস দেখানো হয়নি। কিন্তু বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৮২টি হিসাবে অজ্ঞাত উৎস হতে অর্জিত ১৩৮.৩১ কোটি টাকা লেনদেন হয়েছে। তার আয়কর নথিতে ৪.১০ কোটি টাকার নিট সম্পদ দেখানো হয়েছে। অথচ তার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বর্তমানে ৩০.৬৬ কোটি টাকা স্থিতি রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ফ্যামিলি কার্ড ছাড়াই টিসিবির পণ্য বিক্রি শুরু
পরবর্তী নিবন্ধঅধিকতর গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন, সবাইকে ধৈর্য ধরতে হবে : আসিফ নজরুল