বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পর্যটকের নাম সোহান আল মাফি (২৭)। তিনি ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা আবু হান্নান সরকারের পুত্র। গতকাল শুক্রবার দুপুর বারোটার দিকে পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মৃতদেহ উদ্ধার করে।
জানা যায়, সোহান আল মাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬–১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন তিনি। তাঁর পরিবারের বসবাস ঢাকার মিরপুরের ইউসিবি চত্বর এলাকায়। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় বেড়াতে গিয়ে হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠেন দুই বন্ধু। বৃহস্পতিবার দুপুরে রিসোর্টের পাশ্ববর্তী এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সোহান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতায় নিখোঁজের একদিন পর পানির চল্লিশ ফুট গভীর থেকে মৃতদেহ উদ্ধার করেছে।
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।