মাতামুহুরীতে নিখোঁজ জেলের লাশ ১৯ ঘণ্টা পর উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হওয়ার ১৯ ঘণ্টা পর জেলে আবুল কাশেমের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি দল তলিয়ে যাওয়া স্থান থেকে তার লাশ উদ্ধার করে। এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মাতামুহুরী নদীর বাটাখালী অংশে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন আবুল কাশেম। তিনি চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জালিয়া পাড়ার আবদুল খালেকের ছেলে। চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে আবুল কাশেমসহ পাঁচ জন জেলে টানা জাল দিয়ে মাছ ধরতে নামে মাতামুহুরী নদীতে। এক পর্যায়ে নদীর তলদেশে জাল আটকে গেলে সেই জাল ছাড়িয়ে নিতে ডুব দেন আবুল কাশেম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর উঠেননি। এরপর থেকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু সোমবার কোনো হদিস পাওয়া যায়নি তার। পরে মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে কাশেমের লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধ আহত
পরবর্তী নিবন্ধওয়াসা মোড়ে বাসের ধাক্কায় চলন্ত প্রাইভেটকারে আগুন