মাতামুহুরী সেতুর নিচ থেকে সাবেক সেনা সদস্যের লাশ উদ্ধার

চকরিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪৬ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গায় নবনির্মিত ছয় লেনের মাতামুহুরী সেতুর নিচ থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তার পকেটে মোবাইল ও নগদ টাকা পাওয়া যায়।

স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সেতুর পূর্বদিকের উত্তর পাশ থেকে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয় গতকাল বুধবার সকাল সাতটার দিকে। তার পরনে টিশার্ট, প্যান্ট ও জুতো ছিল।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত লাশটি চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার মৃত খলিলুর রহমানের পুত্র মো. মহসিন ভুট্টোর (৪৭)। তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কয়েকবছর আগে চাকরি থেকে অবসরগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, অবিবাহিত এ সেনা সদস্য এলাকায় কারো সঙ্গে মেলামেশা করতেন না। তবে সবসময় পরিপাটিভাবে চলাফেরা করতেন। তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। এই বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তার শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সিআইডির ক্রাইম সিন দলের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শনসহ আলামত সংগ্রহ করেছেন।

ওসি বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে তার মৃত্যুর কারণ। সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এজন্য লাশ কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুরহস্য উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ ও ইন্দোনেশিয়া একসাথে কাজ করতে সম্মত
পরবর্তী নিবন্ধইউপি সদস্য আজাদ অপহৃত হননি, অবসাদ কাটাতে গিয়েছিলেন কক্সবাজার!