পেকুয়ার রাজাখালীর মাতবর পাড়া উন্নয়ন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) চকবাজারের একটি হলরুমে অনুষ্ঠিত এক আলোচনা সভায় ১১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এমরানুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সর্ব সম্মতিক্রমে এডভোকেট হুমায়ুন কবির মানিক ও প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ফারুক আজমকে উপদেষ্টা করে এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে এ কমিটি গঠন করা হয়। এতে সাংবাদিক এহছানুল হককে আহ্বায়ক এবং এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া মোহাম্মদ জিয়াবুল হোসাইনকে যুগ্ম আহ্বায়ক (অর্থ) ও তৌহিদুল ইসলামকে প্রধান সমন্বয়ক এবং ব্যবসায়ী মোহাম্মদ জিয়াবুল করিমকে সমন্বয়ক এমরানুর রশীদ, শওকত এলাহী, হুমায়ুন কবির, মোহাম্মদ আনছার উদ্দীন ও মনিরুল কাদেরকে কার্যকরি সদস্য করা হয়েছে। এছাড়া সদস্য করা হয়েছে রবিউল আলমকে। প্রেস বিজ্ঞপ্তি।