চট্টগ্রামে প্রথমদিনের আনুষ্ঠানিক প্রচারণার মধ্যদিয়ে নির্বাচনী মাঠে গড়াল প্রতিদ্বন্দ্বী ১১৩ প্রার্থীর ভোটের লড়াই। গতকাল প্রথমদিনের প্রচারণায় নগরীর রাজপথ থেকে প্রত্যন্ত গ্রামীণ জনপদে ছড়িয়ে পড়ে নির্বাচনী উৎসবের ঢেউ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মাঝে গত বুধবার প্রতীক বরাদ্দ দেয়া হলেও মূলত এবার আনুষ্ঠানিক প্রচার–প্রচারণা শুরু হয় গতকাল ২২ জানুয়ারি থেকে। নির্বাচনী প্রচারণার শুরুতেই প্রার্থী এবং তাদের কর্মী–সমর্থকদের সরব পদচারণায় ছিল নির্বাচনী উচ্ছ্বাস।
সরেজমিনে গতকাল নগরীর বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, প্রথমদিনে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণায় ছিল উৎসবমুখর পরিবেশ। প্রথমদিনে চট্টগ্রামের ১৬ আসনে ১৫ বিএনপির প্রার্থী এবং ১৩ জন জামায়াতের প্রার্থী, ১ জন এনসিপির প্রার্থী এবং জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মোট ১১৩ প্রার্থী ও তাদের কর্মী–সমর্থকরা প্রচারণায় সরব ছিলেন। শহর থেকে থেকে গ্রামীণ জনপদ সর্বত্র ছিল নির্বাচনী উৎসবের আমেজ। আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। তাদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। তবে উৎসবমুখর ও উচ্ছ্বাসের মাঝে কিছুটা উত্তাপও ছিল। প্রথমদিনের প্রচারণায় চট্টগ্রাম–৯ (কোতয়ালী–বাকলিয়া) আসনে ইসলামিক ফ্রন্টের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদের ‘গাড়িতে হামলার’ অভিযোগ উঠেছে।
তিনি অভিযোগ করেন নির্বাচনী প্রচার শুরুর প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে নগরীর কোতোয়ালী থানাধীন সিরাজদ্দৌলা রোডের সাব এরিয়াতে তাকে বহনকারী প্রাডো গাড়িতে ইট নিক্ষেপ করা হয়।
তিনি বলেন, দিদার মার্কেট এলাকা থেকে আন্দরকিল্লা মোড়ে একটি ঘরোয়া কর্মসূচিতে যাবার পথে সিরাজদ্দৌলা রোডের সাব এরিয়া পার হবার সময় গাড়ির সামনের কাচে কে বা কারা ইট নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই আমরা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছি এবং তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রথমদিনের উৎসবমুখর প্রচারণায় প্রার্থীরা: গতকাল প্রথমদিনের প্রচারণায় চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনের বিএনপির প্রার্থী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সকালে নগরের কদমতলী এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে তিনি কদমতলী মোড়, মাদারবাড়ি, ডিটি রোড, দুই নম্বর গলি, জুগিচাঁদ মসজিদ লেন, মাঝির ঘাট স্টেশন কলোনি, আইস ফ্যাক্টরি রোড, নালাপাড়া, পুরাতন কাস্টম ও মালুম মসজিদ এলাকাসহ বিভিন্ন স্থানে যান। এ সময় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও নারীরা গণসংযোগে অংশ নেন।
এর আগে নগরের উত্তর কাট্টলী নাজির বাড়িতে বাবা সাবেক মন্ত্রী মরহুম মাহমুদুন্নবী চৌধুরী ও মা মরহুমা মেহেরুন্নেসা চৌধুরীর কবর জিয়ারত ও দোয়া–মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন আমীর খসরু।
এদিকে বাবার জন্য ভোট চাইছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু।
গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বাবা আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে প্রচারণা শুরু করেন তিনি।
উত্তর পতেঙ্গা স্টিলমিল বাজার এলাকায় বাবার জন্য ভোট চাইতে ঘরে ঘরে যান তিনি। এ সময় এলাকায় সাড়া পড়ে যায়। নানা বয়সী মানুষ তাঁর সঙ্গে একাত্মতা জানান। এদিকে একই আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মোহাম্মদ শফিউল আলম ও তার সমর্থকরা দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন।
এদিকে চট্টগ্রাম–১০ আসনের বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান নগরের খুলশী এলাকা থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। প্রচারণার আগে তিনি গরীবুল্লাহর মাজার জেয়ারত করেন এবং সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ শামসুজ্জমান হেলালী ও তার সমর্থকরা এলাকায়
প্রথমদিন থেকেই প্রচারণায় সরব রয়েছেন।
এদিকে চট্টগ্রাম–৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র ও মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
প্রচারণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। চট্টগ্রাম–৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির চিফ কো–অর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।
চট্টগ্রাম–৯ কোতোয়ালী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার বাদে আছর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইট থেকে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। কোতোয়ালী থানার আমির আমির হোছাইনের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রচারণা সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা, একেএম ফজলুল হক।
চট্টগ্রাম–৮ চান্দগাঁও–বোয়ালখালী আসনের বিএনপির প্রার্থী আলহাজ্ব এরশাদ উল্লাহ ধানের শীষ প্রতীক পেয়ে প্রথমে মোহরা ৫ নং ওয়ার্ডে হযরত আলহাজ্ব মাওলানা নুর আহমদ আল কাদেরীর (রা.) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় মোহরা কাদেরীয়া নুরীয়া শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আহসান উল্লাহ আতিকী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও মুসলিম উম্মাহর জন্য মুনাজাত করেন। এদিকে চট্টগ্রাম–৮ আসনের এনসিপির প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ তার কর্মী–সমর্থকদের নিয়ে গণসংযোগে প্রথম দিন থেকে নির্বাচনী এলাকায় সরব হয়েছেন।
চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছেন ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বৃহস্পতিবার হাটহাজারীর ঐতিহ্যবাহী অদুদিয়া কামিল মাদরাসা মাঠে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এই গণসংযোগ শুরু করেন তিনি। এর আগে মাদরাসা মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে হাটহাজারী ও বায়েজিদ এলাকার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নারী–পুরুষ অংশ নেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১১ বন্দর–পতেঙ্গা আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের নির্বাচনী প্রচারণার ১ম দিনে ডবলমুরিং ২৮নং ওয়ার্ড থেকে গণসংযোগ শুরু করেছেন। এসময় ডবলমুরিং থানার ২৮নং ওয়ার্ডের অলিগলিতে গণসংযোগ করেন।
চট্টগ্রাম–৪ (সীতাকুন্ড ও চসিক একাংশ) আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী তার পারিবারিক কবরস্থান এবং নগরী ও সীতাকুণ্ডের বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ফৌজদারহাট জলিলস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর পারিবারিক কবরস্থানে পূর্বপুরুষদের কবর জেয়ারত করেন। এসময় এলাকাবাসীও তার সাথে জেয়ারত এবং মোনাজাতে অংশ নেন। পরে সকাল ৮টায় নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডের কর্নেলহাট এলাকায় অবস্থিত হযরত মাঈনুদ্দিন শাহ (রা.) এর মাজার জেয়ারত করেন। মাজার জেয়ারতের পাশাপাশি তিনি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে কিছু লিফলেট বিতরণ করেন। সকাল ৯টায় আসেন ছলিমপুর ওভারব্রিজ এলাকায় অবস্থিত হযরত কালু শাহ (রা.) এর মাজারে। সেখানে জেয়ারত ও মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন।
এদিকে চট্টগ্রাম–৪ (সীতাকুন্ড ও চসিক একাংশ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক গতকাল প্রচারণা শুরুর প্রথম দিনে দিনভর ব্যাপক প্রচারণা চালিয়েছেন।












