মাঠে খেলতে আসা শিশুদের কান ধরে ওঠবস করানোর ঘটনায় সমালোচনা

ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা ডাকসু নেতা সর্বমিত্রের

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

একের পর এক ঘটনায় সমালোচনার মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের সিদ্ধান্ত জানালেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। গতকাল সোমবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারো প্রতি অভিমানবশত বা প্ররোচিত হয়ে এ সিদ্ধান্ত নিইনি। কাজ করা যেখানে কঠিন, অসম্ভব, সেখানে পদ ধরে রাখার কোনো মানে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসায় কয়েকজন শিশুকে কান ধরে ওঠবস করানোর ঘটনায় সমালোচনার মধ্যেই তার এমন সিদ্ধান্ত এল। তবে এরই মধ্যে পদত্যাগপত্র দিয়েছেন কিনা, সে বিষয়টি ফেসবুক পোস্টে স্পষ্ট করেননি। খবর বিডিনিউজের।

ফেসবুকে সর্বমিত্র লিখেছেন, আমাকে নির্বাচিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অনেক প্রত্যাশা নিয়েই নির্বাচিত করেছে। পুরো ক্যাম্পাসটাকে নিরাপদ করার উদ্দেশ্যে দায়িত্ব গ্রহণের শুরু থেকে ক্যাম্পাসে রেজিস্টার্ড রিকশা চালুকরণ, ক্যাম্পাসে যানবাহন সীমিতকরণসহ এ পর্যন্ত বিভিন্ন প্রস্তাব প্রশাসনে দেয়া হয়েছে। সর্বশেষ ইস্যু সেন্ট্রাল ফিল্ড, সেখানে সিসি ক্যামেরা পর্যন্ত নেই, নিরাপত্তা তো দূর! নারী শিক্ষার্থীদের হেনস্তা থেকে শুরু করে মোবাইলমানি ব্যাগ চুরি, সাইকেল চুরিসহ প্রায় বিভিন্ন ঘটনা ঘটে। তিনি লেখেন, এদিকে ফিমেল স্টুডেন্টরা অভিযোগ জানায়, বহিরাগতদের জন্য তারা মাঠে খেলতে পারে না, হেনস্তার শিকার হয়। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজের ফাইল প্রশাসন থেকে ফিরে আসে, এদিকে ওই দেয়াল টপকিয়ে ঢুকে বহিরাগতরা।

শিশুদের কান ধরে উঠবস করানোর বিষয়ে ডাকসুর এই নেতা লিখেছেন, “সময়টা ছিল গতমাসে, সেসময় চুরিছিনতাইয়ের ঘটনা অত্যাধিক বেড়ে যায়, আমার পন’া ভুল হলেও প্রশাসনের স’বিরতাসহ বিভিন্ন কারণে আমার মনে হয়েছে, এ কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধভাঙা হলো একটি ভবনের অননুমোদিত অংশ, ১০তলা ভবন সিলগালা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ‘হিমালয়ান গৃধিনী’ শকুন উদ্ধার