মাটিরাঙ্গায় অবৈধ কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৪৯.৪৬ ঘনফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার সন্ধ্যার সাড়ে ৭টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী ঘাট এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়। পরে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠ গুলো নিয়ে যায়।
মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, যারা অবৈধভাবে কাঠ পাচার করে আসছে তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫হাজার টাকা। মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন আহাদুজ্জামান শুভ বলেন, দীর্ঘদিন ধরেই কিছু সংঘবদ্ধচক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে কাঠ পাচার করে আসছে। অবৈধভাবে কাঠ পাচারের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।

পূর্ববর্তী নিবন্ধআবু হানিফ তোতা
পরবর্তী নিবন্ধবিএনপি নেতা খোকন চৌধুরীর ইন্তেকাল