মাটি খুঁড়ে পাওয়া গেল ড্রামভর্তি অস্ত্র ও গুলি

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি, ২৪ রাউন্ড গুলির খোসা ও ৩টি অস্ত্রের যন্ত্রাংশ উদ্ধার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গর্জনিয়া বড়বিল এলাকায় এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১৫ এর সিনিয়র সহকারী পরিচালক কামরুজ্জামান।

তিনি জানান, সোর্সের মাধ্যমে র‌্যাবের কাছে খবর আসে রামু উপজেলার গর্জনিয়ার বড়বিল এলাকায় মাটিতে গর্ত খুঁড়ে বিপুল অস্ত্র মজুদ করা হয়েছে। এই খবরের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার ভোরে সেখানে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বিশেষ কায়দায় মাটির নিচে ড্রামে ভর্তি করে রাখা অস্ত্রের সন্ধান পাওয়া যায়। পরে এসব অস্ত্র করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

অস্ত্র উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা অস্ত্র রামু থানায় হস্তান্তর করে মামলা রুজু করেছে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অভ্যুত্থানে নিহতের লাশ কবর থেকে উত্তোলন