মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৮ গঠন

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:৫১ অপরাহ্ণ

মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের আহ্বায়ক কমিটির এক সভা ১৬ আগস্ট অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর মোহাম্মদকে সভাপতি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আয়াজ বাহাদুরকে সাধারণ সম্পাদক করে ৩৫ (পঁয়ত্রিশ) সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৮ গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি শফিক আহমদ (বড় মিয়া), সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ, মোঃ দানু মিয়া, গোলাম মোহাম্মদ (মন্টি), আবদুল মান্নান, মোহাম্মদ হাসান, মোঃ আজিজুল কদর, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু সরোয়ার বাবুল, সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও সাদেক মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ ফরিদ, কোষাধ্যক্ষ হাজী মোঃ দিদারুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ সালাউদ্দীন জুয়েল, সমাজ কল্যাণ সম্পাদক এড. মাহবুব আলম, দপ্তর সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মুরাদ হোসেন, আইন ও সালিশ বিষয়ক সম্পাদক বশির মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আফছার উদ্দীন, আপ্যায়ন সম্পাদক জাকির হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রহমান হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ আহসান হাবিব রিপন, পরিবেশ বিষয়ক সম্পাদক হাজী নূরুল ইসলাম, নির্বাহী সদস্য ডাঃ মোহাম্মদ আলী, করিম ইব্রাহিম নূরুল কবির, সিরাজ—উদ—দৌলা, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ সেলিম, হাজী আলী আহম্মদ, হারুন—অর—রশিদ, আলী আজম ও নাজের আহাম্মদ (জুয়েল)।

পূর্ববর্তী নিবন্ধবন্দরে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ট্রাফিক সিগনালে ধরা পড়ল মাদক, গ্রেপ্তার দুই