মাঝি

নকুল শর্ম্মা | বুধবার , ৯ জুলাই, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

নাও বেয়ে যাও কোন সে মাঝি?

এদিক ফিরে চাও,

তোমার নৌকায় যাবে খোকন

সঙ্গে করে নাও।

ওহ মাঝিভাই শুনতে কি পাও

আমার খোকন ডাকে?

তোমার সঙ্গে যাও নিয়ে যাও

অচিন গাঁয়ের বাঁকে।

পালতোলা নাও তোমার মাঝি

গাইছো সুখে গান,

তোমার গানের মধুর সুরে

জুড়ায় সবার প্রাণ।

ফেরার পথে দিয়ে যেয়ো

আমার খোকন সোনা,

সকাল সন্ধ্যা এপথ বেয়ে

তোমার আনাগোনা।

পূর্ববর্তী নিবন্ধহাওয়ার গানের মন্তরে
পরবর্তী নিবন্ধমনের গতি