মাঝ সাগরে ইঞ্জিন বিকল

৯৯৯-এ ফোন পেয়ে লাইফ বোটের ৬০ যাত্রী উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৪:৩৮ পূর্বাহ্ণ

সন্দ্বীপ চ্যানেলের মাঝ সাগরে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া একটি যাত্রীবাহী লাইফ বোটের যাত্রীদের উদ্ধার করেছে কুমিরা নৌ পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে মাঝ সাগরে আটকা পড়া প্রায় ৬০ জন যাত্রীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপকূলে নিয়ে আসে নৌ পুলিশ সদস্যরা। গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এ ঘটনা ঘটে।
কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্লাহ জানান, শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে লাইফ বোট ও যাত্রী আটকা পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি লাল বোট নিয়ে আটকা পড়া ৬০ যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি। তিনি আরো জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০ জন যাত্রী নিয়ে একটি লাইফ বোট গুলিয়াখালি ঘাটে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকে যায়। এর একটু পর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে আটকা পড়া যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। এসময় যাত্রী হাবিব খান জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে তাদের উদ্ধারে সহায়তা চান। পরে তাদের নিরাপদে উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচমেক হাসপাতালে দুই মোবাইল চোর আটক
পরবর্তী নিবন্ধযেকোনো মূল্যে কর্মসূচি সফল করার আহ্বান