পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) এর মাসে রাসুলে পাক (দ.) সহ নায়েবে রাসুলদের গুণগান আলোচনা, অনুসরণ এবং তা সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়নের সময়ে একটি নবীবিদ্বেষী মহল পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) এর খুশি উদযাপনকে অন্যদিকে ধাবিত করার লক্ষ্যে বাংলার জমিনে যেসব নায়েবে রাসুলরা ইসলামের বাণী নিয়ে এসেছিল এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠাতা করেছিলেন বিধায় আজ আমরা বিশ্বের জমিনে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃত–এদের এ অর্জনকে নসাৎ করতে ইহুদিদের এদেশীয় এজেন্ট ওহাবি মতবাদিরা নায়েবে রাসুলদের (দ.) মাজারসমূহে হামলা, ধ্বংস ও মাজার অনুসারীদের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে যে অপচেষ্টা চালাচ্ছে তা এদেশের নবী প্রেমিক আশেকে রাসুলরা (দ.) সফল করতে দেবে না। তিনি বলেন, এ ধরনের তৎপরতা বন্ধে যদি সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় তাহলে সরকারসহ যারা এসব কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে বাংলার সুন্নী মুসলমানরা বাধ্য হবে।
গত বৃহস্পতিবার হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ প্রাঙ্গণে ১২ দিনব্যাপী পবিত্র ঈদ–এ–মিলাদুন্নবী (দ.) সমাবেশ উদ্যাপনের ৯ম দিনে প্রধান অতিথির বক্তব্যে ফেনী আব্দুল্লাহ শাহ্ দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শফিকুল ইসলাম আল কাদেরী উপরোক্ত মন্তব্য করেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্ট, আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, শাহ আমিনিয়া ফাউন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় জা’নশীনে আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আ’লা হযরত, আল আমিন হাশেমী দরবার শরীফ’র সাজ্জাদানশীন ও আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের সভাপতি আল্লামা শাহ্ সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ.)’র সভাপতিত্বে ও ফতেয়াবাদ কাদেরিয়া শাহ আমিনিয়া দাখিল মাদারাসা শিক্ষক মাওলানা নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী। বিশেষ আলোচক ছিলেন আল্লামা হাফেজ আবদুল হাই আল কাদেরী (মাঃজিঃআঃ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী সাকিব, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, মুহাম্মদ শাহাদাত হোসাইন, আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হাসান ও দেশবরেণ্য প্রখ্যাত ওলামায়ে কেরামগণ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ। পরিশেষে মিলাদ কেয়াম, আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে ৯ম দিনের মাহফিল সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।