বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় গতকাল ঢাকা প্রেসক্লাব প্রাংঙ্গনে আওলিয়াকেরামের মাজার শরীফে হামলা ও বিভিন্ন সুন্নী মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা ও জবরদখলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আরেফ সারতাজ, সুফি আহমদ মোর্শেদ, মুফতি আল্লামা রেজাউল কাওসার, শেখ নঈম উদ্দিন, শেখ হানিফ, আওয়াল কাদেরী, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, এডভোকেট মাঈনুঊদ্দীন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন, এডভোকেট শারমিন সুলতানা।
ইমাম হায়াত বলেন, ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারো উপর আঘাত হামলা জবরদখল ইসলামের বিপরীত অন্যায় অপরাধ। যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়, অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয় অমানুষ, শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা।