বাঁশখালী পৌরসদর জলদীতে ব্যাংকে টাকা তুলতে গিয়ে মো. আবদুল্লাহ (২৪) নামে এক মাছ ব্যবসায়ী অপহরণের শিকার হয়। দুর্বৃত্তরা অপহৃতের স্বজনদের কাছ থেকে বিকাশে ১৫ হাজার টাকা নিয়েও ছেড়ে না দিলে পুলিশি তৎপরতায় ৭ ঘণ্টার ব্যবধানে তাকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ২ জনকে আটক করে পুলিশ। পুলিশ ও অপহৃতের পরিবার সূত্রে জানা যায়, বাঁশখালীর পশ্চিম চাম্বল ডেপুটি ঘোনা এলাকার মৃত মনির উদ্দিনের পুত্র মাছ ব্যবসায়ী মো. আবদুল্লাহ উপজেলা সদরে একটি বেসরকারি ব্যাংকে টাকা তুলার জন্য দারোগা বাজার পর্যন্ত গেলে বেলা সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে পরিবারের লোকজনের কাছে মোবাইলে টাকা দাবি করলে তাৎক্ষণিক বিকাশে ১৫ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু আরো টাকার দাবিতে তাকে ছেড়ে না দিলে পুলিশের কাছে অভিযোগ করে পরিবারের লোকজন। পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান শনাক্ত করে সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার দক্ষিণ জলদী ৭ নম্বর ওয়ার্ডের বিধান দাশের পরিত্যক্ত দোকান থেকে আবদুল্লাহকে উদ্ধার করে। এ সময় দুর্বৃত্ত চক্রের সদস্য দুলাল দাশের পুত্র পলাশ দাশ (২৫) ও সুকুমার দাশের পুত্র শিমুল দাশকে (২৪) আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়।
ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনায় জড়িত ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।