মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে ইমামের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ১৭ জুলাই, ২০২৩ at ৬:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে এমদাদুল্লাহ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে উপজেলার পূর্ব সরফভাটা কাজীর বাজার এলাকায় মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। পরবর্তীতে দীর্ঘ দুই ঘণ্টা খোঁজাখুঁজি করার পর সকাল ৯টার দিকে তার মৃতদেহ উদ্ধার করেন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত এমদাদুল্লাহ পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ড মাহবুব মাস্টার বাড়ির মাওলানা আব্দুল হক কেরানীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দীঘিনালা বাসটার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতীব ছিলেন।

তার সন্তান সরফভাটা মেহেরিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মঈন উদ্দিনের সাথে কথা বলে জানা যায়, তার বাবা মাঝেমধ্যে শখের বশে মাছ শিকার করতে কর্ণফুলীতে যেতেন। রোববার ভোরেও তিনি কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। মাছ ধরার একপর্যায়ে তিনি নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুই ঘণ্টা চেষ্টা করে আমরা নিখোঁজ ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করি। পরে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করি।

পূর্ববর্তী নিবন্ধদুগ্ধ খামারের সমস্যা চিহ্নিতকরণে মনিটরিং টিম গঠন করবে সিভাসু
পরবর্তী নিবন্ধগণতন্ত্র রক্ষায় আপসহীন প্রেরণার নাম শেখ হাসিনা