মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার

ঈদগাঁওয়ের ফুলছড়ি খাল

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২০ মে, ২০২৫ at ৮:৪৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোর আবদুল্লাহ তাহের তামিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেল ৫টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলীতে খালে নিখোঁজ হয় তামিম। গতকাল সোমবার সকালে একই স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তামিম ওই এলাকার আবুল কাসেমের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার বিকেলে দুই বন্ধু মিলে বাড়ির পাশের ঈদগাঁও ফুলছড়ি খালে মাছ ধরতে যায় তামিম। এ সময় খালের একপাড় থেকে অন্যপাড়ে সাঁতরিয়ে যাওয়ার সময় জালসহ স্রোতে তলিয়ে যায় সে। অপর বন্ধু কূলে উঠে চিৎকার করলে আশপাশের লোকজন এসে খোঁজতে থাকেন। স্থানীয়রা দীর্ঘ ১৫ ঘণ্টা ধরে বিভিন্নভাবে তামিমকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে সোমবার সকালে তার ভাসমান মরদেহ পাওয়া যায়। পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে।

পূর্ববর্তী নিবন্ধছনদণ্ডী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধভুয়া টিকিটে বিমানে ওঠার চেষ্টা, একজন আটক