ফটিকছড়িতে পুকুরে নেমে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম মিটু কুমার দে (৩০)। গতকাল সোমবার দুপুরে রোসাংগিরি ইউনিয়নের দেব বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগ করা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ময়নাতদন্ত ছাড়া লাশের সৎকার করে ফেলা হয়। এ নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।
স্থানীয়রা জানান, মিটুর বড় ভাই টিটু কুমার দে একটি পুকুরে মাছ চাষ করেন। সেই পুকুরের মাঝখানে বাঁশের খুঁটিতে একটি বৈদ্যুতিক বাতি লাগানো ছিল। সেখান থেকে কোনোভাবে বিদ্যুতের তার পুকুরে পড়ে। গতকাল সোমবার দুপুরে ছোট ভাই মিটু পুকুরে গোসল করতে নামলে সাথে সাথে বিদ্যুতায়িত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আবাসিক মেডিকেল অফিসার। পরে লাশ বাড়িতে এনে রাত সাড়ে ৯ টার দিকে সৎকার করেন স্বজনরা। এ ব্যাপারে বড় ভাই টিটু কুমার দে-র বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোয়েব আল সালেহীন বলেন, আমি বিষয়টি জেনেছি। তবে পুলিশ প্রশাসনকে জানিয়ে সৎকার করা উচিত ছিল।
এ বিষয়ে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, সংবাদকর্মীদের কাছ থেকে ঘটনাটি জেনে আমি একটি টিম পাঠাই। তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই হিন্দু ধর্মীয় রীতিতে সৎকার করে ফেলে বলে জেনেছি। তবে এ বিষয়ে আরো খোঁজখবর নিচ্ছি।