মাঘের শীত

মো. ফজলুল কাদের | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:৩২ পূর্বাহ্ণ

মাঘের শীতে বাঘ ডাকে

পুরাণ শাস্ত্র কয়

জবুথবু শিশু বুড়ো

জীবন ঝুঁকিময়।

সন্ধ্যার আগেই কুয়াশা নামে

কনকনে শীত রাতে

এই শহরেই কতো মানুষ

থাকে ফুটপাতে।

থমকে গেছে জীবনযাত্রা

কষ্টে দিন মজুর

শীতের সম্বল নেইতো কম্বল

ছেঁড়া কাঁথায় ভোর।

ঠান্ডা হাওয়ায় কাঁপছে দেশ

দিনমণির নেই দেখা

স্থবির এই জনপদের ঐ

মাঠগুলো সব ফাঁকা।

পাখপাখালি আর জীবজন্তু

শীতে জড়সড়

মানুষ ছাড়া আছে কারোই

দালান বড়ো বড়ো?

কেউ থাকে তাই অট্টালিকায়

কেউবা ফুটপাতে

সৃষ্টির সেরা দায় এড়াতে

ভাবতে হবে তাতে।

পূর্ববর্তী নিবন্ধবিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে
পরবর্তী নিবন্ধশীতার্ত মানুষের সাহায্য করাই মানবতার সেবা