মাঘ উৎসব উদযাপনে প্রস্তুতি সভা

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:২১ পূর্বাহ্ণ

মাঘ উৎসব উপলক্ষে চট্টগ্রাম সাধারণ ব্রাহ্ম সমাজের প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি ডা. রতন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঞ্জন দত্তের পরিচালনায় গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। আগামী ২৫ জানুয়ারি মাঘ উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অমূল্য দে, প্রণব চৌধুরী, সূজন দে, রুমি চৌধুরী, জগদানন্দ বিশ্বাস, শম্পা চৌধুরী, যুবরাজ চৌধুরী, টুম্পা ধর, ডা. ঝুমি চৌধুরী, জয়দীপ চৌধুরী আকাশ প্রমুখ। সভায় ‘মাঘোৎসব’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবতার কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির সাদিয়া আখতারের পিএইচডি ডিগ্রি অর্জন