মাগো আমি যুদ্ধে যাবো

অপু বড়ুয়া | বুধবার , ১০ ডিসেম্বর, ২০২৫ at ৮:২০ পূর্বাহ্ণ

মাগো আমি যুদ্ধে যাবো অস্ত্র নিয়ে হাতে

শত্রু সেনা রুখবো বলে ছুটছি আঁধার রাতে।

গোলা বারুদ কামান এবং মেশিনগানের গুলি

গুডুম গুডুম উড়িয়ে দেবো দুশমনদের খুলি।

আতঙ্কিত দেশের মানুষ যায় বাড়ি ঘর ছেড়ে

জ্বালিয়ে আগুন শত্রুসেনা আসতে থাকে তেড়ে।

বসত বাড়ি হাঁড়ি পাতিল সবটি পুড়ে ছাই

পালিয়ে যেতে তাও ছিঁড়েছে গায়ের কাপড়টাই।

সাহস নিয়ে যুদ্ধে নামে মুক্তিকামী ছেলে

লক্ষ হাজার পাকহানাদার অমনি মেরে ফেলে।

জীবন দিয়ে দীর্ঘ ন’মাস যুদ্ধ করে শেষে

বীর বাঙালি বিজয় আনে সোনার বাংলাদেশে।

দু’চোখে মা’র ঘুম আসে না অশ্রু বাঁধন হারা

ছেলের খোঁজে বাবা নিখোঁজ কোথায় গেল তারা।

রাত কেটে যায় ভোরের আলোয় আর ফেরেনি ঘরে

যুদ্ধে গিয়ে হারিয়ে গেল দূরের তাপান্তরে।

পূর্ববর্তী নিবন্ধদীপুটা
পরবর্তী নিবন্ধবিজয়ের ছড়া