ফটিকছড়িতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গতকাল দুপুর ১টায় কাঞ্চনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া আক্তার (১৪) কাঞ্চননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধুরুং ফিরনি গ্রামের জামাল উদ্দীনের মেয়ে ও কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আহতরা হলেন– নিহতের মা ফাতেমা বেগম, বোন সেলিনা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক আহমদ হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা ও বড়বোনকে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। পাইন্দং কাঞ্চননগর সড়কের শ্যানপাড়ার সামনে একটি বালুবাহী ট্রাক তাদের ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে স্কুলশিক্ষার্থী তানিয়া তার মা–বোনসহ ৪ জন আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন– এক স্কুল শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় মেডিক্যাল এ নিয়ে আসলে সে মারা যায়। পরে প্রশাসনের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হবে।