মাকে আগলে রাখতে হবে

মো. রাকিব | রবিবার , ১২ মে, ২০২৪ at ১১:৩৩ পূর্বাহ্ণ

দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে মা আমাদের দুনিয়ার আলো দেখান। শিশু থাকা অবস্থায় তিনি আমাদের চোখের ভাষা বুঝে যথাযথ সময়ে আমাদের খাইয়েছেন এবং সেবা যত্ন করেছেন। একটু বড় হওয়ার পরপরই মা আমাদের প্রাথমিক শিক্ষার অ,আ এবং ক, খ শিখিয়ে আমাদের মনে শিক্ষার মূলমন্ত্র দিয়েছেন। এই মায়ের মাধ্যমেই আমরা জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য বুঝতে শিখেছি। তাই আমাদের মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সব সময় তাকে সম্মানের আসনে রাখা উচিত। মনে রাখতে হবে মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত। যদি তিনি আমাদের উপর সন্তুষ্ট না থাকেন তবে আমাদের এই জীবন ব্যর্থ। তাই মায়ের বার্ধক্যে তাকে বাচ্চাদের মতো আগলে রাখতে হবে। তবেই তাঁর প্রতি আমাদের সত্যিকার ভালোবাসা ফুটে উঠবে।

পূর্ববর্তী নিবন্ধদীনেশরঞ্জন দাশ : কল্লোল সম্পাদক
পরবর্তী নিবন্ধমা