মাওলানা ইকরামুল হক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ নভেম্বর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন মাওলানা ক্বারী মুহাম্মদ ইকরামুল হক। সদরঘাট বন্দর মনোহরখালী আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম ও খতিব ইকরামুল ফয়জুল বারী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবি প্রভাষক।

গত ৩০ অক্টোবর বঙ্গবন্ধু বাংলাদেশচীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইমাম সম্মেলনে তিনি ২০১৯২০ অর্থবছরে নির্বাচিত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমামের পুরস্কার গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনউত্তর ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান পুরস্কারের ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার পর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ তিনজন ইমামকে প্রতি অর্থবছরে পুরস্কার দেওয়া হয়। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজিবুল বশর মাইজভাণ্ডারী, ধর্ম মন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, মসজিদে নববী শরীফের ইমাম আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল বুয়াইজান, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ড. বশিরুল আলম, মাওলানা কফিল উদ্দীন সালেহী প্রমুখ।

ইকরামুল হক কর্ণফুলী উপজেলার উত্তর পাড়া দক্ষিণ শাহ মীরপুর গ্রামের প্রয়াত মুহাম্মদ ইসহাক ও শামীমা আক্তারের বড় সন্তান।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রামে আধাবেলা হরতালের ডাক বাম গণতান্ত্রিক জোটের
পরবর্তী নিবন্ধউখিয়ার গহীন পাহাড় থেকে যুবকের লাশ উদ্ধার