মাওলানা আশরাফ আলী শাহর বার্ষিক ওরশ আজ

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

আজ বাঁশখালী উপজেলার রায়ছটা গ্রামে মাওলানা আশরাফ আলী শাহ (রহ.)’র বার্ষিক ওরশ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (.) বাদে ফজর থেকে খতমে কোরআন, খতমে গাউছিয়া মিলাদ মাহফিল ও হুজুরের জীবনীর উপর আলোচনা করা হবে। মিলাদ কিয়াম আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি হবে এ কর্মসূচি। এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেবি-বুমার প্রজন্ম :‘ফিফটি ফাইভস্‌’ দ্য প্রবলেম জেন
পরবর্তী নিবন্ধতরিকতচর্চার পাশাপাশি মা বাবার সেবায় আত্মোৎসর্গ হতে হবে