মাউশি চট্টগ্রামের নতুন পরিচালক অধ্যাপক নারায়ণ চন্দ্র

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৩১ পূর্বাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরে চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের গণিত বিভাগের অধ্যাপক আমিরুল মোস্তফাকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি শিক্ষাবোর্ড সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথের স্থলাভিষিক্ত হবেন।

গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

চিঠিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। এর আগে গত বছরের ১৯ অক্টোবর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক থেকে সচিবের দায়িত্ব পান অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সচিব আমিরুল মোস্তফা কক্সবাজারের পেকুয়া উপজেলার গোয়াকুল এলাকার বাসিন্দা। বিসিএস শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে বান্দরবান সরকারি কলেজে যোগদান করে কর্মজীবন শুরু করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপরীক্ষায় খারাপ করলে দায় নিতে হবে শিক্ষকদের সাথে অভিভাবকদেরও
পরবর্তী নিবন্ধশিক্ষানীতি মেনে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে