বান্দরবানের থানচিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত মাউন্টেইন সাইকেলিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় ১২ ঘণ্টা ১০ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাকিবুল ইসলাম। প্রথম রানার্স আপ হন মোহতাব ইবনে আজম। দ্বিতীয় রানার্স আপ হন মো. আলাউদ্দিন। তারা যথাক্রমে ১২ ঘণ্টা ২৩ মিনিট ৬ সেকেন্ড ও ১২ ঘণ্টা ৪৯ মিনিট ১৮ সেকেন্ড সময় নেন। গতকাল বুধবার থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। প্রতিযোগিতায় প্রায় ১শ প্রতিযোগী অংশ নেন। এতে চ্যাম্পিয়নকে ৩ লাখ টাকা, প্রথম রানার্স আপকে ২ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্স আপকে ১ লাখ টাকা পুরস্কার দেয়া হয়েছে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সফিকুল আহমদ। উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈ হ্লা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুব আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে ক্রীড়া ও পর্যটনকে তুলে ধরতে ২৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ ২০২০ এর আয়োজন করা হয়। আমরা পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।