মাঈটভাঙ্গা ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর, ২০২০ at ১১:০১ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ আয়োজিত আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সাউথ সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় ৮ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে ৫-৩ গোলে ৯ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন মাঈটভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান। অতিথি ছিলেন উপজেলা মাস্টার আবুল হোসেন, প্রণব কর্মকার,মাকসুদুর রহমান,মুজিবুর রহমান, সাবেক ফুটবলার মো.জাফর, প্রভাষক সিরাজুল ইসলাম, প্রভাষক অনিক কর পাপ্পু, আরিফুর রহমান মেহেরাজ মেম্বার, ইউনিয়ন পরিষদের সচিব জিতু বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫২.০৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধকোরিয়ান ইপিজেডে সমপ্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত