মাইজভাণ্ডারী সুফিভাবধারা সহনশীলতা ও সহাবস্থানকে ধারণ করে

দারুল ইরফান তাসাউফ সংলাপে বক্তারা

| বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ১০:০২ পূর্বাহ্ণ

দারুল ইরফান তাসাউফ সংলাপে বক্তারা বলেছেন, মাইজভাণ্ডারী সুফিভাবধারা প্রকৃত অর্থে সহনশীলতা ও সহাবস্থানকে ধারণ ও পালন করে। বিশ্বে শান্তি, স্থিতি, মানবিক পরিবেশ বজায় রাখতে হলে অবশ্যই বসবাসরত সকল জাতিধর্মবর্ণ মানুষের মধ্যে সহাবস্থান নিশ্চিত করতে হবে। গতকাল বুধবার খুলশীস্থ দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) সম্মেলন কক্ষে তাসাউফ সংলাপে বক্তারা এসব কথা বলেন। দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) ‘বেলায়তে মোত্‌লাকার মর্মকথা’ শিরোনামে এই তাসাউফ সংলাপ আয়োজন করে।

দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি ও নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সভপতিত্বে তাসাউফ সংলাপে মুখ্য আলোচক ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ধর্মতত্ত্ব বিভাগের ইনচার্জ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

সংলাপে অংশ নেন, করেন চবি লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ, . মুহাম্মদ নুর হোসাইন, . মোহাম্মদ শেখ সাদী, অধ্যাপক মুনমুন নেছা চৌধুরী, সিআইইউর ইংরেজি বিভাগের প্রধান কাজী সাইফুল আচফিয়া, মুফতি এ বি এম আমিনুর রশীদ, প্রভাষক আলী আসগর, প্রভাষক মেজবাউল আলম ভুঁইয়া, শিক্ষক মেহেদী হাসান, অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ ইকবাল।

সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেন, মাইজভাণ্ডারী তরিকায় প্রেম দর্শন এক অনুপম দৃষ্টান্ত। এ প্রেম কোন বিশেষ পার্থিব প্রেম নয়, এ এক নিঃশর্ত প্রেম, যার দ্বারা ব্যক্তি স্রষ্টার নিকট নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দেয় এবং নিজ ইচ্ছাকে পুরোপুরি বিসর্জন দিয়ে আল্লাহর ইচ্ছাকেই নিজ ইচ্ছা বলে মনে করে। এই ঐশীপ্রেম সাধনার চরম মুহূর্তে সাধক আধ্যাত্মিক একাত্মতা লাভ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপিপলস্‌ ইন্স্যুরেন্স কোম্পানির ১০.৫০% নগদ লভ্যাংশ ঘোষণা
পরবর্তী নিবন্ধশিকারপুর-বুড়িশ্চর আ. লীগের শোকসভা