মাইজভাণ্ডারী সাধকদের প্রেমবাদ ছড়িয়ে দিতে হবে

খোশরোজ শরীফে মুজিবুল বশর মাইজভাণ্ডারী

ফটিকছড়ি প্রতিনিধি | বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৪:২৫ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার রহমানীয় মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী (ম.জি.আ) বলেছেন, বিশ্বে শান্তি ও জননিরাপত্তা ফিরিয়ে আনতে আউলিয়ায়ে কেরাম এবং মাইজভাণ্ডারী সাধকদের চর্চিত প্রেমবাদকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে। মানবতার রাজত্ব প্রতিষ্ঠা করাই আউলিয়ায়ে কেরামের মিশন। এ লক্ষ্যে সকল মাইজভাণ্ডারী আশেকানদের কাজ করতে হবে।
তিনি গতকাল ৭৪তম খোশরোজ শরীফের আলোচনা সভায় মাইজভাণ্ডার শাহী ময়দানে বক্তব্য রাখছিলেন। আরো বক্তব্য দেন, শাহজাদা সৈয়দ নুরুল বশর মাইজভাণ্ডারী, আশেকানে মাইজভাণ্ডারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জামাল হোসেন, সাধারণ সম্পাদক ছালাম সরকার, সাবেক এমপি খান টিপু সুলতান, মাওলানা শায়েস্তা খান, মাওলানা নিজামুল হক শেরেবাংলা, মাওলানা এনামুল হক, মাওলানা জাকির হোসেন, খাদেম ওহাব মাইজভাণ্ডারী, খাদেম আবুল হাসেম, আবদুল মালেক, দিদার, কামাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধবিডিঅ্যাপস হ্যাকাথনের আঞ্চলিক পর্ব