গাউছুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এঁর আসন্ন মহান ১০ মাঘ পবিত্র ওরশ উপলক্ষে গত ১৬ জানুয়ারি গাউছুল আজম হজরত বাবা ভাণ্ডারী (ক.), অ্যাড. সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী (ম.) এর নির্দেশনায় মাইজভাণ্ডারী যুব ফোরাম কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল খিরামে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য খিরাম উচ্চ বিদ্যালয় হল রুমে অভিজ্ঞ চিকিৎকগণ কর্তৃক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে নানুপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ব্রাইট ডট (লাইফ সেইভার টিম)। প্রেস বিজ্ঞপ্তি।