মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার ৪র্থ কার্যকরি পরিষদের অভিষেক অনুষ্ঠান, মাইজভাণ্ডারী গীতিকার সংবর্ধনা ও সেমা মাহফিল গত ২৬ জুন ফটিকছড়ির বিবিরহাটস্থ সানমুন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক এড. মো. জাবেদ মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি খাদেম মো. এমদাদ হোসেন। ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যাংকার মুহাম্মদ হামিদুল কাওসার।
এতে প্রধান অতিথি ছিলেন শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ.ওয়াই. এমডি জাফর। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মেহেদী হাসান ডিউ। প্রধান আলোচক ছিলেন তারুণ্যের সংগঠন তাজকিয়া’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী সৈয়দ আবু নাসের নূর (অন্ত)।
বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, ফটিকছড়ি বার কাউন্সিলেরর সভাপতি অ্যাড. মো. লিয়াকত আলী চোধুরী ও বার কাউন্সিলের সদস্য অ্যাড. আবদুল মান্নান। আরো উপস্থিত ছিলেন মো. জয়নাল আবেদীন, জয়নাল আবেদীন জয়, আশীষ চক্রবর্তী, মো. রাসেল, মো. মমতাজ তালুকদার, মো. শাওন প্রমুখ। ২য় অধিবেশনে প্রধান আলোচক ছিলেন মাইজভাণ্ডারী গবেষক, শোকর–এ মওলা মনজিলের প্রতিষ্ঠাতা শাহেদ আলী চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন মাইজভাণ্ডারী মরমী গবেষক ও প্রাবন্ধিক লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, ইঞ্জি. আব্দুল্লাহ আনছারি, আবু সাদাত মোহাম্মদ সায়েম (সুমন), আরেফিন রিয়াদ, আইয়ুব মুছা, মোহাম্মদ আজাদ, সাইফুল ইসলাম সোহেল, কাউয়ালী শিল্পী মোহাম্মদ আকিক। শেষে আধ্যাত্মিক জলসা সেমা মাহফিল পরিবেশন করেন শিল্পী মো. আকিক। প্রেস বিজ্ঞপ্তি।











