সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম মওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (মঃ) এঁর পৃষ্ঠপোষকতায় ৮ম বারের মত এবছরও গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গত ১৭ জুন হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা ও ফটিকছড়ি সরকারি করোনেশন উচ্চ বিদ্যালয়ে পৃথক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সংযুক্ত হয়ে দিকনির্দেশনা প্রদান করেন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নায়েব সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (মঃ)।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) হাটহাজারী উপজেলা কার্যকরী সংসদের সভাপতি ডা. মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীর। সমাবেশে সম্মানিত অতিথি ছিলেন-মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির আহমদ ছিদ্দিকী। এতে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শাহ এমদাদীয়া হাটহাজারী উপজেলা কার্যকরী সংসদ, দায়রা শাখা ও খেদমত কমিটির প্রতিনিধিবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানের আগে শাহ এমদাদীয়া হাটহাজারী উপজেলা কার্যকরী সংসদের উদ্যোগে হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সরকারের নির্দেশনা মোতাবেক বজ্রপাত প্রতিরোধে তাল গাছের চারার পাশাপাশি বিভিন্ন ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।