মাইজভাণ্ডারী তরিকার মূল শিক্ষা হলো মানবকল্যাণ

শাহ এমদাদীয়ার রক্তদান কর্মসূচিতে ইরফানুল হক মাইজভাণ্ডারী

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:৩০ পূর্বাহ্ণ

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) নাজিরহাট দায়রা শাখার উদ্যোগে এবং মাইজভাণ্ডারী শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের সহযোগিতায় নাজিরহাট ঝংকার মোড়ে দিনব্যাপী রক্তদান ও রক্তের গ্রুপ নির্ধারণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন, মাইজভাণ্ডারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। তিনি বলেন, মানবসেবাই হল আসল ইবাদত।

আমাদের এই কর্মসূচি শুধু একজন নয়, অনেক মানুষের জীবন রক্ষায় ভূমিকা রাখবে। তরুণদের এই উদ্যম ও সামাজিক দায়বদ্ধতা ভবিষ্যৎ বাংলাদেশকে এক আলোকিত সমাজে রূপান্তর করবে। মাইজভাণ্ডারী তরিকার মূল শিক্ষা হলো মানবকল্যাণ, আর আজকের এই রক্তদান ক্যাম্প তারই এক বাস্তব প্রতিফলন।

অনুষ্ঠানে শতাধিক তরুণ অংশগ্রহণ করে রক্তের গ্রুপ নির্ধারণ করে ও রক্তদান করে। ব্লাড ডোনেশন ক্যাম্পে ৪৪ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন শাহ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের স্বেচ্ছাসেবকবৃন্দ এবং রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্যকর্মীরা। জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনুরুল ইসলাম বি.এস.সি সিটি কর্পোরেশন মাতৃসদন হাসপাতাল পুনরায় চালুর দাবি
পরবর্তী নিবন্ধমানবিক সমাজ বিনির্মাণে আত্মনিয়োগ করতে হবে