মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের ত্রৈমাসিক সভা

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২০ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নিয়মিত ত্রৈমাসিক সভা শনিবার পাঁচলাইশ থানাধীন স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসীম চৌধুরী। তিনি বলেন, অসীম আধ্যাত্মিক শক্তিতে আজীবন মানুষের কল্যাণ করে গেছেন বিশ্বঅলী শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (.)। বর্তমান দুঃসময়ের উত্তরণে তিনি হচ্ছেন আমাদের আধ্যাত্মিক দিশারী। কেন্দ্রীয় পর্ষদ সদস্য দিদারুল আলম ও মোহাম্মদ আলমগীরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পর্ষদ সহসভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ ইউসুফ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, সাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল, এস এম মোর্শেদূল আমিন, মোহাম্মদ হারেছ, শফিউল আজম নিজাম, এম মকসুদুর রহমান হাসনু, মোহাম্মদ আলী, মাওলানা আবুল বাসার, ইউসুফ আলী, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান, এইচ এম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, মোহাম্মদ আজম, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ। সভায় পূর্বনির্ধারিত আলোচ্যসূচি মোতাবেক সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় ত্রৈমাসিক প্রতিবেদন পাঠ করা হয় এবং বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠান্তে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় পর্ষদ সদস্য মাওলানা কাজী হাবিবুল হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদায় হজ্বের ভাষণ মহানবী (সা.) এর নবুয়তি জীবনের উপসংহার
পরবর্তী নিবন্ধআমাদেরকে কোরআন-সুন্নাহর আলোয় আলোকিত হতে হবে : সিটি মেয়র