মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর আয়োজন ও ব্যবস্থাপনায় পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.) ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার নগরের খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে শুরু হয় খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.)। পরে পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েবে সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। রাসুল (সা.) এর উপর আলোচনায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুফাসসির, মুহাদ্দিস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ। গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’র ৪ জন নিয়মিত লেখককে সম্মাননা স্মারক ও উছুলে ছাবয়ার উত্তরীয় প্রদান করা হয়।
এতে অতিথি ছিলেন, সৈয়দুল হক খান, সৈয়দ সোহেল হাসনাত, মোহাম্মদ আবু তাহের, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন এবং ইশফার মাহতাব উল্লাহ। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আাখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)। প্রেস বিজ্ঞপ্তি।